সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত আজ
প্রকাশ:
১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১০ দুপুর
নিউজ ডেস্ক |
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনয়নপ্রত্যাশী সবাইকে আজ বুধবার গণভবনে ডাকা হয়েছে। জানা যায়, সেখানে সবার সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। পরে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হতে পারে। আজ বিকেলেই প্রকাশ হতে পারে নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা। যারা প্রার্থী হতে পারছেন না তাঁরা মনোমালিন্য ভুলে যেন একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, প্রার্থীদের আজ সেই বার্তা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ সংসদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টিতে প্রার্থী দেবে আওয়ামী লীগ। কিন্তু এই ৪৮ আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন এক হাজার ৫৪৯ জন। দলীয় সূত্র বলছে, মনোনয়নপ্রত্যাশী বেশির ভাগেরই নানা দিক থেকে প্রার্থী হওয়ার যোগ্যতা রয়েছে। তবে চূড়ান্ত প্রার্থী নির্ণয় করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সবাইকে একসঙ্গে ডাকার উদ্দেশ্য দলীয় প্রধানের বার্তা পৌঁছে দেওয়া। এমনকি সংরক্ষিত নারী সদস্যদের মধ্য থেকে কেউ কেউ মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন। এর মধ্য দিয়ে মন্ত্রিসভার আকার বাড়তে পারে। কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১০টায় সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাত্কার শুরু হবে। পরে দুপুর ১২টা থেকে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেএল/ |