মাওলানা সাদের বিষয়ে দেওবন্দের অবস্থান পরিবর্তন হয়নি: মুফতি আবুল কাসেম নুমানী
প্রকাশ:
০৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:১১ রাত
নিউজ ডেস্ক |
সাম্প্রতিক সময়ে ‘মাওলানা সাদ’ ইস্যু ফের সামনে এসেছে। এ নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা। জানা যায়, চলতি সপ্তাহে ঢাকা সফর করেন ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী। সফরকালীন তার একটি বক্তব্যকে কেন্দ্র করে ‘মাওলানা সাদ’ ইস্যূটি আবার আলোচনায় আসে। এদিকে, মাওলানা মাদানীর বক্তব্যের ঠিক এক দিন পর ৭ ফেব্রুয়ারি ‘মাওলানা সাদ’ বিষয়ে দারুল উলুম দেওবন্দের অবস্থান আবারও পরিষ্কার করেন দারুল উলুমের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসিম নোমানী। তিনি জানান, এ বিষয়ে দারুল উলুমের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি। কেএল/ |