পাকিস্তানে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৮ বিকাল
নিউজ ডেস্ক

সহিংসতা আর মোবাইল নেটওয়ার্ক পরিষেবা বন্ধসহ নানা বিতর্কের মধ্য দিয়ে পাকিস্তানে শেষ হয়েছে ভোটগ্রহণ, চলছে গণনা। বৃহস্পতিবার দিনব্যাপী ভোটকে কেন্দ্র করে দেশটির একাধিক স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে।

নিরাপত্তাকর্মী, শিশু ও পুলিশসহ ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। সহিংসতা এড়াতে মোবাইল পরিষেবা সাময়িক বন্ধ রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু স্থল সীমান্ত বন্ধ রাখার কথা জানিয়েছে পাকিস্তান।

এর আগে, বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নির্বাচনী প্রার্থীদের অফিসের কাছে দুটি বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঘটনার পর তারা পরিষেবা বন্ধ রাখার পদক্ষেপ নিয়েছে। ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করেছে।

বেলুচিস্তানের বিভিন্ন অংশে গ্রেনেড হামলারও খবর পাওয়া গেছে।

এনএ/