আরও দুই জাহাজে হুথিদের মিসাইল নিক্ষেপ
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে আরও ছয়টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

মঙ্গলবার জাহাজ-বিধ্বংসী এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, মিসাইলগুলোর মধ্যে তিনটি নিক্ষেপ করা হয় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি স্টার নাসিয়াকে লক্ষ্য করে। সেগুলো মধ্যে দুটি জাহাজের কাছে আঘাত হানে।

এতে এমভি স্টার নাসিয়া ক্ষতিগ্রস্থ হলেও সেটি চালিয়ে যেতে সক্ষম হয়েছে। একটি মিসাইল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ল্যাবুন থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে সেন্টকম।

সেন্টকম আরও জানায়, ইয়েমেন থেকে ছোড়া অন্য তিনটি জাহাজ-বিধ্বংসী মিসাইল যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইডকে লক্ষ্যবস্তু করা হয়। সেগুলোও জাহাজের কাছাকাছি পানিতে আঘাত হানে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

এনএ /