শরীফার গল্পের দুই লাইন প্রত্যাহারের দাবি সংসদে
প্রকাশ:
০৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইয়ের শরীফা গল্পের বিতর্কিত দুটি লাইন প্রত্যাহার করার জন্য জাতীয় সংসদে দাবি জানানো হয়েছে। সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। গতকাল অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান। ট্রান্সজেন্ডার ইসলামের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে মুজিবুল বলেন, শরীফার গল্পে মাত্র দুটি লাইন... ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলের মতো হলেও মনে মনে একজন মেয়ে।... এটা হলো একটা মানসিক বিষয়। এটা যেহেতু ইসলামের সঙ্গে সাংঘর্ষিক তাই দুটো লাইন পরিবর্তন করা হলে এ দেশের মানুষের কোনো আপত্তি থাকবে না। তিনি বলেন, বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক উল্টাপাল্টা কথা হচ্ছে। সামান্য জিনিস যাতে বড় না হয়, শিক্ষামন্ত্রী অংশীজনের সঙ্গে বসে দুটো লাইন যদি প্রত্যাহার করা হয় তাহলে কোনো বিতর্ক থাকে না। এনএ/ |