টিফিনের টাকা জমিয়ে শীতার্তদের কম্বল উপহার দিলো শিক্ষার্থীরা
প্রকাশ:
০১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৫৮ রাত
নিউজ ডেস্ক |
টিফিনের টাকা জমিয়ে কম্বল কিনে শীতার্তদের মধ্যে বিতরণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে রাজধানীর একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা যায়, রাজধানীর খিলগাঁও থানায় অবস্থিত ‘ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট’র মালিবাগ শাখার শিক্ষার্থীরা এ প্রশংসনীয় কাজটি করেছে। শিক্ষার্থীদের প্রতিনিধি মালিবাগ বি ভবনের ৭ম ই সেকশনের ছাত্র তালহা এবং রাহাত জানায়, কিছু টাকা টিফিন থেকে বাঁচিয়ে এবং কিছু টাকা এককালীন দিয়ে আমরা এলাকার আল মদিনা হোটেল, তালতলা মার্কেট ও জোড়পুকুরসহ বিভিন্ন ফুটপাতে কম্বল বিতরণ করেছি। তারা বলেন, আমরা বন্ধুরা মিলে ‘বনি আদম ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছি।এ সংগঠনের অধীনে আমরা বিভিন্ন মানবিক কাজকর্ম পরিচালনা করব ইনশাল্লাহ। এ ধরনের কাজের অনুপ্রেরণা সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানায়, আমাদের শিক্ষক আল আমিন স্যারের নিকট থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। স্যার সব সময়ই এ ধরনের মানবিক কাজে যুক্ত থাকেন। শিক্ষার্থীদের কম্বল বিতরণের বিষয়টি সোশ্যাল মিডিয়া মিডিয়ায় ছড়িয়ে পড়লে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়। কেএল/ |