তেল-চিনি-খেজুর-চালে শুল্কহার কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৪২ বিকাল
নিউজ ডেস্ক

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য ভোজ্যতেল, চিনি, খেজুর ও চালের ওপর থেকে শুল্কহার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

নির্দেশনা দেওয়ার পরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রীরা কি করছেন জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এনএ/