গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১৭৪
প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৪, ১১:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

আবারও ইসরায়েলি হামলায় গাজায় এক সাংবাদিকসহ মোট ১৭৪ জন নিহত ও ৩১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার মধ্যগাজার নুসেইরাত শরণার্থীশিবিরে হামলার এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজাজুড়ে একদিনে ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছেন।

নিহত সাংবাদিকের নাম ইয়াদ আহমেদ আল-রাওয়াগ। সাউত আল-আকসা রেডিওর সম্প্রচারক ও অনুষ্ঠান উপস্থাপক ছিলেন তিনি। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১২০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন গাজা অঞ্চলে।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ইসরায়েলি হামলার ভয়ে তাদের হাসপাতালের ৯৫ শতাংশ কর্মী পার্শ্ববর্তী এলাকা রাফাতে পালিয়ে গেছেন।

গত শুক্রবার গাজায় গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে এ পর্যন্ত এতে কোনো কর্ণপাত করেনি ইসরায়েল।

এ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ চলছে। স্থানীয় সময় শনিবার স্পেনের রাজধানী মাদ্রিদে প্রায় ২০ হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তারা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন

এনএ/