গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ আন্তর্জাতিক আদালতের
প্রকাশ:
২৬ জানুয়ারী, ২০২৪, ০৮:১৭ রাত
নিউজ ডেস্ক |
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে গত ২৯ ডিসেম্বর আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এরপর উভয়পক্ষের শুনানি শেষে শুক্রবার (২৬ জানুয়ারি) এ মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। রায়ে আন্তর্জাতিক আদালতের বিচারপতি ডনোগু বলেছেন, গণহত্যা কনভেনশন অনুযায়ী ইসরায়েলকে অবশ্যই সমস্ত ক্ষমতা প্রয়োগ করে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। খবর আল জাজিরা বিচারক ডনোগু বলেন, আদালত নোট করেছে যে, ইসরায়েল দ্বারা পরিচালিত সামরিক অভিযানের ফলে গাজায় অনেক মৃত্যু ও আহত হয়েছে। সেই সঙ্গে ব্যাপকভাবে বাড়িঘর ধ্বংস হয়েছে, জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে কিছু অভিযোগ গণহত্যা কনভেনশনের বিধানের মধ্যে পড়ে। গণহত্যা মামলায় যথেষ্ট প্রমাণ রয়েছে। এনএ/ |