রাশিয়ার বক্তব্যের জবাবে যা বলল আফগানিস্তান
প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ বিকাল
নিউজ ডেস্ক

রাশিয়ার বক্তব্যের প্রতিবাদ জানালো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

সোমবার (২২ জানুয়ারি) রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের এক বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদ জানায় দেশটির সরকার।

সার্গেই লাভরভ সম্প্রতি তালেবান নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি প্রসঙ্গে বলেছিলেন, স্বীকৃতি পেতে শুধু জাতীয় ঐক্যের সরকার গঠন যথেষ্ট নয় বরং তালেবানকে সম্মিলিত রাজনৈতিক জোট সরকার গঠন করতে হবে।

বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ইমারাত সরকার মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, দেশের শাসনভার এখন এমন যত্নবান ও দায়িত্বশীল সরকারের কাঁধে যারা আফগানিস্তানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছে। পূর্ণাঙ্গ ও জবাবদিহিতা মূলক সরকার গঠন করেছে।

এটি সেই সরকার দেশের জনগণ যাদের ক্ষমতায় আরোহনের প্রতীক্ষায় ছিলো। আলহামদুলিল্লাহ, বর্তমানে দেশজুড়ে সেই সরকারের কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা লাভ করেছে। তাই অন্যান্য দেশগুলোর উচিত আফগান জনগণের এই চাওয়াকে সম্মান করা। আফগানিস্তানের সাথে সহযোগিতার সম্পর্ক বজায় রাখা।

তিনি আরো বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামায় না, তেমনি অন্যান্য দেশেরও উচিত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা না করা। আমরা রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই। রাশিয়ার প্রতি আহবান থাকবে তারাও যেনো এটি বজায় রাখার চেষ্টা করে।

উল্লেখ্য, রাশিয়া সেই দেশগুলোর অন্যতম যারা আমেরিকা পরবর্তী তালেবান নেতৃত্বাধীন সরকারের আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে।

সূত্র: আল ইমারাহ

এনএ/