নির্বাচন বানচালে বিরোধীদের সব পন্থা ব্যর্থ: ওবায়দুল কাদের
প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিরোধী অপশক্তি নির্বাচন বানচালের সব ধরনের পন্থা অবলম্বন করে ব্যর্থ হয়েছে। আমরা আজ দাবি করতে পারি, আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আছে।’

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক বলেও মন্তব্য করেন সেতু বিভাগের এই মন্ত্রী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের পরেও বিএনপির নেতৃত্বে একটি গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২০ জানুয়ারি হতে যাচ্ছে। এ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের দেশের ইতিহাসে গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলক।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি অংশগ্রহণ করতো, নির্বাচনটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে তাদের অনুপস্থিতিতে নির্বাচন অংশগ্রহণহীন বা প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি।’

সংবাদ সম্মেলনে বিরোধীদের সমালোচনা করেন ওবায়দুল কাদের। ছবি: ফোকাস বাংলা
সংবাদ সম্মেলনে বিরোধীদের সমালোচনা করেন ওবায়দুল কাদের। ছবি: ফোকাস বাংলা
‘বিশ্বের বিভিন্ন দেশে ৪০ শতাংশের ওপর ভোট দিতে দেখা যায় না’
বিশ্বের বিভিন্ন দেশে ৪০ শতাংশের ওপর ভোট দিতে দেখা যায় না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সারা বিশ্বে একটা সর্বোগ্রাসী সংকট সবাইকে ঘিরে ধরেছে। যুদ্ধ তো লেগেই আছে। আমাদের এখানে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। অতীতে আমরা এত শীত দেখিনি। আমাদের অভিজ্ঞতা নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘মূল সংকট আমরা নির্বাচনের মাধ্যমে পেরিয়ে এসেছি। প্রকৃতিক যে সংকট, তার ইতি কোথায় আমরা জানি না। আমাদের সবারই ধৈর্য ধারণ করা উচিত। দায়িত্বশীল যারা, তাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত।’

সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এনএ/