ইয়েমেনে ফের মার্কিন হামলা
প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৪, ১১:৩১ দুপুর
নিউজ ডেস্ক

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের উপর চতুর্থ দফা হামলা চালিয়েছে মার্কিন সেনারা।

স্থানীয় সময় বুধবার রাতে পেন্টাগন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে হুথিদের ওপর চতুর্থবারের মতো হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। 

মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, লোহিত সাগরে জাহাজে হামলার উদ্দেশ্যে তাক করা ১৪টি হুথি ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তারা।

মার্কিনে নিযুক্ত মধ্যপ্রাচ্য কমান্ড সেন্টকম বলেছে, মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে ছোঁড়া টমাহক ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের 'বৈশ্বিক সন্ত্রাসী' হিসেবে ঘোষণা দিয়ে এই হামলা চালায়।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, মার্কিন অঞ্চলে বাণিজ্যিক জাহাজে জঙ্গিদের চলমান হামলার প্রতিক্রিয়া হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হুথিরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জবাব হিসেবে গত বছরের নভেম্বরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করে। তারপর বিশ্বের অন্যতম ব্যস্ত জাহাজ চলাচলকারী নৌপথ লোহিত সাগরের বাণিজ্যিক ট্যাঙ্কারগুলিতে কয়েক ডজন হামলা চালায় তারা।

প্রতিক্রিয়া হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ১১ জানুয়ারি কয়েক ডজন হুথি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা শুরু করে। আক্রমণ বন্ধ করার জন্য হুথি বাহিনীকে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করার পর হামলাগুলো শুরু হয়। অস্ট্রেলিয়া, বাহরাইন, নেদারল্যান্ডস এবং কানাডা এই হামলাকে সমর্থন জানিয়েছে।

এনএ/