এবার মার্কিন জাহাজে ড্রোন হামলা হুথিদের
প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৪, ১১:২৩ দুপুর
নিউজ ডেস্ক

আবারও আমেরিকার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার ইরানপন্থী এই গোষ্ঠীকে ‘বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘণ্টার পরই এডেন উপসাগরে ‘জেনকো পিকার্ডি’ নামের মার্কিন মালিকানাধীন ওই জাহাজে হামলা চালায়।

সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছে, তারা ‘জেনকো পিকার্ডি’ নামের একটি বাল্ক ক্যারিয়ারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং সেটি লক্ষ্যবস্তুতে ‘সরাসরি আঘাত’ হানে।

জানা গেছে, মার্কিন ওই বাল্ক ক্যারিয়ারে ড্রোন থেকে বোমা চালায় হুথিরা। এতে ওই জাহাজে আগুন ধরে যায়।

এ আক্রমণের ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে মার্কিন বাহিনীও। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লোহিত সাগরে মোতায়েন যুদ্ধ জাহাজ থেকে ইয়েমেনে হুথিদের ১৪টি মিসাইলে লঞ্চারে আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডা বা সেন্টকম।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন, সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এর মাঝেই হুথিদের সাথে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোটের হামলা-পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান,

এনএ/