ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা অব্যাহত থাকার ঘোষণা
প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৪১ বিকাল
নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা সত্ত্বেও লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

গোষ্ঠীটির মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে বলেছেন, “হুথির বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বোমা হামলা লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ বন্ধ করতে পারবে না।”

তিনি আরও বলেন, “কোনও কিছুই মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই আগ্রাসনকে নায্যতা দিতে পারে না।”
এর আগে হুথি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য ফাদল আবু-তালিব এক্স-এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তারা যেকোনও যুদ্ধ বা সংঘাতের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।” সূত্র: আল জাজিরা

এনএ/