সাংবাদিক হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল; আরো ২ সাংবাদিকের শাহাদাত বরণ
প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৪, ১২:১০ দুপুর
নিউজ ডেস্ক

দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় আরো ২ সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে জানায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের শিকার অবরুদ্ধ অঞ্চলটির কর্তৃপক্ষ।

বুধবার (১০ জানুয়ারি) প্রকাশিত বিবৃতি অনুসারে নিহত ২ সাংবাদিক হলেন আব্দুল্লাহ বারিস ও মুহাম্মদ আবু দাইয়ার। উত্তর গাজ্জার আল ফাখুর শহরে ইসরাইলী বোমা হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেন তারা। এর ফলে সর্বমোট শহীদের সংখ্যা বেড়ে ১১২ জনে পৌঁছে।

উল্লেখ্য, হামাস একটি সন্ত্রাসী সংগঠন ও তারা অবৈধ রাষ্ট্র ইসরাইলের জন্য হুমকি এই অজুহাতে ৩মাসেরও বেশি সময় ধরে গাজ্জায় গণহত্যা পরিচালনা করে আসছে অবৈধ রাষ্ট্রটির জায়োনিস্ট সন্ত্রাসীরা।

আমেরিকা, ব্রিটেন ও পশ্চিমাদের প্রত্যক্ষ সহায়তায় বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যায় এখন পর্যন্ত শাহাদাত বরণ করেছেন ২৩ হাজার ৩৫৭ ফিলিস্তিনি। তাদের বর্বরতা ও নৃশংসতার শিকার হয়ে উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যুতুল্য যন্ত্রণায় কাতরাচ্ছেন ৫৯ হাজার ৪১০ জন ফিলিস্তিনি।

গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আহত ও শাহাদাত বরণকারীদের মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।

সূত্র: আনাদোলু

এনএ/