নতুন প্রস্তাব: হামাস নেতাদের বিদেশে পাঠানো হবে, জিম্মিদের মুক্তি দেওয়া হবে
প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৪, ১১:০৪ দুপুর
নিউজ ডেস্ক

কাতারের কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে চ্যানেল ১৩ জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য কাতার নতুন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুসারে, হামাসের নেতাদের সবাইকে গাজা থেকে বিদেশে (নির্বাসিত করা) পাঠানো হবে। গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) প্রত্যাহার করা হবে। আর এর বিনিময়ে হামাসের কাছে থাকা সকল জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

এ ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে খবরে বলা হয়েছে। 

জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম এর প্রতিক্রিয়ায় বলেছে, জিম্মিদের মুক্তির দিকে পরিচালিত করে এমন যে কোনো চুক্তি অনুমোদন করুক ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা। 
নতুন এই চুক্তি সম্পর্কে একটি প্রতিবেদন আজ রাতে ইসরায়েলি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। 

এনএ/