‘বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত চীন’
প্রকাশ: ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:২৩ বিকাল
নিউজ ডেস্ক

নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশ আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে চীন। বাংলাদেশের নতুন সরকারের সাথে চীন কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা, পারস্পরিক সুবিধা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে চীন দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বন্ধুত্বকে এগিয়ে নিতে, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে আরও বাড়াতে এবং চীন-বাংলাদেশ কৌশলগত সহযোগিতার অংশীদারত্বের অগ্রগতি অর্জনে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

আজ ঢাকায় চীনা দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হওয়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় গতকাল বাংলাদেশকেও অভিনন্দন জানিয়েছে চীন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২২টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর অন্যান্য দল পেয়েছে তিনটি আসন।

এনএ/