ফরজ গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যাবে কি না?
প্রকাশ:
০৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৩ বিকাল
নিউজ ডেস্ক |
প্রশ্ন: আমার স্বামী চাকরির সুবাদে ঢাকা থাকেন। তিনি পাক্ষিক এক দিনের ছুটিতে গ্রামে আসেন। আমি বর্তমানে গর্ভবতী ও শারীরিকভাবে দুর্বল। এলার্জি, ঠাণ্ডা ও কাশির সমস্যাও আছে। বর্তমানে গ্রামে অনেক শীত পড়ছে। রাতে গরম পানি করা আমার জন্য কষ্টকর। তাই ফজরের নামাজ কাজার ভয়ে রাতে আমরা সহবাস থেকে বিরত থাকি। আর দিনের বেলা গরম পানি দিয়ে একাধিকবার গোসল করলে শারীরিক ক্ষতি ও রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। এসব নিয়ে আমাদের মনোমালিন্য হচ্ছে। আমার করণীয় জানিয়ে বাধিত করবেন। -নাম প্রকাশে অনিচ্ছুক পাঠক
এনএ/ |