চাঁদপুর এমদাদিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুর রশীদের ইন্তেকাল
প্রকাশ:
৩১ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৪ দুপুর
নিউজ ডেস্ক |
|| হাসান আল মাহমুদ || ২০২৩ সালের শেষ প্রান্তে এসে চলে গেলেন চাঁদপুর এমদাদিয়া মাদরাসার সাবেক মুহতামিম কচুয়ার বিশিষ্ট আলেম শায়খুল হাদিস মাওলানা আব্দুর রশীদ (৮১)। চাঁদপুরের কচুয়ার ঘাঘড়া গ্রামে বাবা মুহাম্মদ আমজাদ আলীর ঔরসে জন্ম নেওয়া এই আলেম ৩০ ডিসেম্বর শনিবার বিকাল ৪টা ত্রিশ মিনিটে অসুস্থতাবস্থায় থেকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন । কচুয়ার অন্যতম শীর্ষ মাদরাসা জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদরাসা মাঠে তাঁর জানাযা পর দিন রোববার ৩১ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উজানী পীর মাওলানা আশেকে এলাহী-এর ইমামতিতে জানাযায় উপস্থিত ছিলেন মাওলানা ফজলে এলাহী, উজানী মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, কচুয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফা, নায়েবে মুহতামিম ও কচুয়া বড় মসজিদের ইমাম মুফতী মাহবুবুর রহমান, নিশ্চিন্তপুর কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, হাজীগঞ্জ বড় মসজিদে খতীব শায়খুল হাদীস আব্দুর রব, মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য ছাত্র, গুণগ্রাহী ও মুহিব্বীন রেখে যান। এনএ/ |