গাজার প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপন নিষিদ্ধ
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

গাজা উপত্যকায় দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েলের চলমান যুদ্ধে ভয়াবহ দুর্দশা নেমে এসেছে ফিলিস্তিনিদের ওপর। তাই গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এ বছর ইংরেজি নববর্ষের সব আয়োজন নিষিদ্ধ করেছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের শহর শারজাহ।

গাজার বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপনে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। 

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানুষের প্রতি সংহতি জানিয়ে একই সিদ্ধান্ত নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরেও। সেখানেও নতুন বছর বরণ উপলক্ষে হবে না আতশবাজি কিংবা কোন ধরনের উদযাপন।
এই সিদ্ধান্তের কথা জানিয়ে গত মঙ্গলবার শারজাহ পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টে বলা হয়, এই নিষেধাজ্ঞা হল গাজা উপত্যকায় আমাদের ভাইবোনদের সাথে সংহতি ও মানবিক সহযোগিতার আন্তরিক অভিব্যক্তি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, গাজাবাসীর শোচনীয় ও উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে, আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য পাকিস্তানের সরকার নববর্ষ উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান আয়োজনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।

অক্টোবরের শুরু থেকে গাজায় চলমান যুদ্ধে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগই নারী ও শিশু। 

সূত্র : রয়টার্স।

এনএ/