দাদি ও নানি শাশুড়ির সঙ্গে দেখা করার বিধান
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৬ দুপুর
নিউজ ডেস্ক

প্রশ্ন : পুরুষদের জন্য তাদের দাদি শাশুড়ি বা নানি শাশুড়ির সঙ্গে দেখা করার কী হুকুম?

-মুহাম্মাদ মোশাররফ হোসেন, রাণীশংকৈশ, ঠাকুরগাঁও


উত্তর : দাদি শাশুড়ি ও নানি শাশুড়ির সঙ্গে দেখা সাক্ষাৎ করা জায়েজ। তারা মাহরামের অন্তর্ভুক্ত। কুরআন মাজিদে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘এবং তোমাদের স্ত্রীদের মাদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে।’ সুরা নিসা : ২৩

সকল মুফাসসির ও ফকিহগণ একমত যে, উক্ত বিধানে স্ত্রীর মায়ের মা ও স্ত্রীর পিতার মাও অন্তর্ভুক্ত। (তাফসিরে মাযহারি : ২/২৭০)

এনএ/