শীতকাল মুমিনের বসন্তকাল
প্রকাশ:
২৭ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৮ রাত
নিউজ ডেস্ক |
।।ওলিউল্লাহ তাহসিন।। চলছে শীতকাল। চারপাশে ছড়িয়ে পরেছে শীতের আমেজ। সময়ের পরিবর্তনে এখন রাত অনেক দীর্ঘ। আর দিন হয়েছে ছোট। এসবই আল্লাহর নিদর্শন। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধ সম্পন্ন লোকদের জন্যে।'(আল-ইমরান:১৯০)
এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'যখন গ্রীষ্মকালীন উত্তাপ বৃদ্ধি পায়, তখন সালাত ঠাণ্ডা করে (কিছুটা বিলম্বে) আদায় করবে। কেননা, গরমের তীব্রতা জাহান্নামের নি:শ্বাস।' (বুখারী ৫৩৩, ৫৩৪; মুসলিম ৬১৫)
হজরত আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল।’ (মুসনাদে আহমদ:১১৭১৬) কারণ, বসন্তকালে যেমন প্রকৃতির আসল রূপ প্রকাশ পায়, চারদিকে কোমল আবহাওয়া বিরাজ করে, গাছে গাছে নতুন পাতা ও ফুলের বাহার জন্ম নেয়, পাখিদের কলতানে আনন্দের সুরভী ছড়ায়, ফলে সবার কাছে এসময়টি হয়ে উঠে খুব প্রিয় ও পছন্দনীয়। তেমনিভাবে একজন মুমিনের জন্য শীতকালে রাত হয় দীর্ঘ, সে রাতে নামাজ, তেলাওয়াত ও জিকির-আজকারে লিপ্ত হওয়ার সুযোগ পায়। আবার দিন হয় ছোট, আবহাওয়া থাকে শীতল, ফলে তৃষ্ণা ও ক্ষুধাহীন সহজেই রোজা রাখতে সক্ষম হয়। তার কাছে এ সময়টি খুব প্রিয় ও পছন্দনীয় হয়।
এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,'শীতকালের রোযা হচ্ছে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ মালের অনুরূপ।' (তিরমিযী: ৭৯৭)
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযিআল্লাহু তা'আলা আনহু বলেন, ‘হে শীতকাল! তোমাকে স্বাগত! শীতকালে বরকত নাজিল হয়; শীতকালে রাত দীর্ঘ হওয়ায় নামাজ আদায় করা যায় এবং দিন ছোট হওয়ায় রোজা রাখা যায়।(লাতাইফুল মায়ারিফ: ৪৩৫)
লেখক: শিক্ষক,মারকাযুস সুন্নাহ ওয়াদ দাওয়াহ এনএ/ |