ভিসা ছাড়া তুরস্কে যেতে পারবেন যে ৬টি দেশের নাগরিকরা
প্রকাশ:
২৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫২ সকাল
নিউজ ডেস্ক |
ভিসা ছাড়াই এখন থেকে তুরস্কে যেতে পারবেন বিশ্বের ছয় দেশের নাগরিকরা। রোববার (২৩ ডিসেম্বর) তুরস্কের অফিসিয়াল গেজেটে এ সংক্রান্ত একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি প্রকাশ করা হয়েছে। দেশগুলো হলো— যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সৌদি আরব এবং ওমান। এই দেশের নাগরিকরা প্রতি ১৮০ দিনে তুরস্কে ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ২৩ ডিসেম্বর এ ডিক্রি জারি করেছেন। পরবর্তীতে এটি অফিসিয়াল গেজেটে প্রকাশ করা হয়েছে। দেশটির বিদেশি ও আন্তর্জাতিক সুরক্ষা আইনের ১৮ নম্বর ধারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত তুরস্কে প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে যান। আরও বেশি পর্যটক টানতেই ছয়টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত সেবা চালু করা হয়েছে। সূত্র: ডেইলি সাবাহ এনএ/ |