ইকামতের সময় কাতারের মাঝখানে সুন্নাত আদায় করা যাবে কি?
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৫ বিকাল
নিউজ ডেস্ক

।।মুফতি যুবাইর মাহমুদ রাহমানি।।

প্রশ্ন: ফজরের দু রাকাত সুন্নাত অন্যান্য সুন্নাত নামাজ থেকে অধিক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা ইকামত শুরু হয়ে গেলেও সুন্নাতের নিয়ত করি। সুন্নাত পড়ে ফরজ নামাজে শরিক হই। 

জানার বিষয় হচ্ছে, কাতারের মাঝখানে অথবা কাতারের কাছাকাছি জামাত চলাকালীন ফজরের সুন্নাত আদায় করা যাবে কিনা? কেউ যদি এমনটা করে, সেটি জামাতের বিরোধিতা বলে পরিগণিত হবে কি?

উত্তর: এক্ষেত্রে মাসয়ালা হচ্ছে, হানাফি মাজহাবানুসারে ফজরের জামাত শুরু হয়ে গেলেও যদি ইমামের সঙ্গে এক রাকাত অথবা তাশাহহুদ পাওয়ার সম্ভাবনা থাকে, তবে আগে ফজরের সুন্নাত আদায় করে নেবে।

কেননা, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দু রাকাত সুন্নাত কখনও পরিত্যাগ করেননি। সুতরাং ফজরের সুন্নাত আদায় করে নেওয়া চাই। 

তবে উক্ত দু রাকাত সুন্নাত কাতারের মাঝে কিংবা কাতারের কাছাকাছি আদায় করার কোন সুযোগ নেই। এটা অবশ্যই বাহ্যিকভাবে জামাতের বিরোধিতা বলে পরিগণিত হবে। 

কাজেই ঘরে বা মসজিদের বাইরে কিংবা মসজিদের বারান্দায় অথবা মুসল্লিদের জামাত থেকে দূরে দরজার কাছাকাছি সুন্নাত আদায়ের সুযোগ থাকলে সেখানে পড়ে নেবে। অন্যথায় সুন্নাত পড়বে না ; বরং জামাতের সঙ্গে শরিক হয়ে যাবে। 
(সুনানুত তিরমিজি হাদিস নং ৪২১; তুহফাতুল আলমায়ি ২/২৬৬)

লেখক: মুহাদ্দিস, জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম, তজুমদ্দিন, ভোলা।

এনএ/