খাগড়াছড়ির তিনটহরী মহিউস-সুন্নাহ মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ:
২৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:১৩ বিকাল
নিউজ ডেস্ক |
নুরুল কবির আরমান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তিনটহরী মহিউস-সুন্নাহ মাদরাসার হিফজ বিভাগের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ডিসেম্বর) সকাল ৯টায় মাদরাসার হিফজ বি়ভাগ মিলনায়তনে মাদরাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা ইকবাল হোসাইন এর সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তাগণ কুরআন শিক্ষার গুরুত্ব ও ফজিলত তুলে ধরে বলেন, পবিত্র মহাগ্রন্থ আল কুরআন মহান আল্লাহ তায়ালার ঐশী গ্রন্থ। সর্বশেষ আসমানি কিতাব। কুরআন মাজিদ একমাত্র গ্রন্থ, যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তায়ালা নিজেই নিয়েছেন। এর একটি শব্দ কম বেশি করার কারো ক্ষমতা নেই। যারাই কুরআনের আদেশ-নিষেধ মেনে চলবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অফুরন্ত নিয়ামত দান করবেন।
এনএ/ |