ইসরায়েলি হামলায় গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা প্রায় ১০০
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৩, ১২:০৬ দুপুর
নিউজ ডেস্ক

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মাঝেই গত ২৮ অক্টোবর থেকে উপত্যকায় স্থল হামলাও শুরু করে ইসরায়েলি বাহিনী। গত আড়াই মাসের এই যুদ্ধে ইসরায়েলি হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছেন ৯৯ জন সাংবাদিক। 

উপত্যকার সরকারি জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতির তথ্যানুযায়ী, সর্বশেষ নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ খলিফা। তিনি উপত্যকার হামাসপন্থী টেলিভিশন চ্যানেল আল-আকসা টিভিতে কর্মরত ছিলেন। ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) গোলা বর্ষণে ঘর বাড়ি হারিয়ে স্ত্রী ও তিন সন্তানসহ গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন তিনি।
জনসংযোগ বিভাগ জানিয়েছে, শুক্রবার নুসেইরাত শিবিরে অভিযান চালিয়েছে আইডিএফ। সেই অভিযানে সপরিবারে নিহত হয়েছেন খলিফা।

ইসরায়েলি আগ্রাসনে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের ৭০ শতাংশই নারী, শিশু ও অপ্রাপ্ত বয়স্ক। এছাড়াও উপত্যকায় ইসরায়েলি বর্বরতায় আহত হয়েছে আরও ৫২ হাজার ৫৮৬ জন। এখনও নিখোঁজ রয়েছে ৬ হাজার ৭০০ জন। এছাড়া হাজার হাজার পরিবার বাড়িঘর-সহায় সম্বল হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে। সূত্র: আনাদোলু এজেন্সি

এনএ/