ফরিদপুর জেলা শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠানকারী ইমামদের সম্মাননা প্রদান
প্রকাশ:
২০ ডিসেম্বর, ২০২৩, ১২:১৫ রাত
নিউজ ডেস্ক |
ফরিদপুর জেলা প্রতিনিধি ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম দের থেকে জেলা-বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ডিসেম্বর) সকাল সারে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলার উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন এর সঞ্চালনায় ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)। অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন (এমএসএস) এর হাতে 'ফরিদপুর জেলা শ্রেষ্ঠ ইমাম' এর সম্মাননা স্মারক, সনদ পত্র ও চেক তুলে দেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. সাখাওয়াত হোসেন জেলার ভাঙ্গা উপজেলার সন্তান।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. আলম হোসেন। সবশেষে দেশ ও দেশের কল্যাণে মুনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা মো. তবীবুর রহমান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর উপ-পরিচালক মো. সাহাবুদ্দীন। উল্লেখ্য যে, ২০১৭-১৮ অর্থবছর হতে ২০২২ ২৩ অর্থবছর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয় থেকে অংশ গ্রহণকারীদের মধ্য থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামার প্রতিষ্ঠান কারী ইমামদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক বিতরণ অনুষ্ঠান হয়। এনএ/ |