দেশব্যাপী ১৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ:
১৯ ডিসেম্বর, ২০২৩, ১২:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
আজ মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। সরকার পতনের এক দফা দাবি এবং ‘একতরফা ও প্রহসনে’র নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এই হরতাল পালন করছে দলগুলো। হরতাল কর্মসূচির এই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারাদেশে ১৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ১৮ প্লাটুন বিজিবি। মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছে বিজিবি। এনএ/ |