ভোটে ১৬ জন পর্যবেক্ষক রাখবে জাপান : রাষ্ট্রদূত
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩২ দুপুর
নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষক থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

আজ সোমবার দুপুর ২টায় আগারগাঁও ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত এ কথা জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষক থাকবে। এর মধ্যে ৩ জন জাপান থেকে আসবে, আর বাকি পর্যবেক্ষক হিসেবে দূতাবাস অফিসের লোক থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।


এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে যান ইওয়ামা কিমিনোরি। এসময় প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি।

ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে  আলোচনা হয়েছে এই বৈঠকে।

এনএ/