গাজায় আরাে কয়েক মাস অভিযান চালাতে চায় ইসরায়েল
প্রকাশ:
১৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫৮ বিকাল
নিউজ ডেস্ক |
গাজা উপত্যকায় ইসরায়েলের অভিযান আরও কয়েক মাস চলবে এবং হামাসকে নিঃশেষ না করা পর্যন্ত তা বন্ধ হবে না। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের বৈঠকের পর এক বিবৃতিতে এমন অবস্থানের কথা জানিয়েছে দেশটি। খবর ডয়চে ভেলের।
এ প্রসঙ্গে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধি ইসরায়েলকে কঠিন প্রশ্নও করেছেন। যে পদ্ধতিতে ইসরায়েল এখন গাজায় অপারেশন চালাচ্ছে, তা পরিবর্তন সম্ভব কি না, সে বিষয়েও জানতে চেয়েছেন। কিন্তু ইসরায়েল জানিয়েছে, এ পদ্ধতিতেই আপাতত অপারেশন চলবে। এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ১৮ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু নারী এবং শিশু আছে। অন্যদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স জানিয়েছে, রাফাহ সীমান্তে ছয় ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে। এনএ/ |