যুদ্ধ চলতে থাকলে যেকোনো মুহূর্তে আঞ্চলিক বিস্ফোরণ ঘটতে পারে : ইরান
প্রকাশ:
১২ ডিসেম্বর, ২০২৩, ১১:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সোমবার দোহা ফোরামে বলেছেন, গাজা যুদ্ধ অব্যাহত থাকলে আঞ্চলিক বিস্ফোরণ ঘটবে। তিনি উদাহরণ টেনে বলেন, লেবানন এবং ইয়েমেনে সংঘাতের পরিধি ইতিমধ্যে বিস্তৃত হয়েছে। সিএনএন-এর বেকি অ্যান্ডারসনপরিচালিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে ইংরেজি অনুবাদকের মাধ্যমে তিনি বলেন, যে কোনও মুহুর্তে এই অঞ্চলে একটি বড় বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে, যা কোনো পক্ষের দ্বারা নিয়ন্ত্রণযোগ্য নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা, লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা এবং ইসরায়েলের উত্তর সীমান্তে সহিংসতার কথা উল্লেখ করে বলেন, আঞ্চলিক সহিংসতা গাজা সীমান্তের বাইরেও বিস্তৃত হয়েছে। অন্তত প্রতি সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি বার্তা পাই যে সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিগুলো কিছু গোষ্ঠী লক্ষ্যবস্তু তে পরিণত করেছে। এই গোষ্ঠীগুলি গাজার আরব ও মুসলিম জনগণকে রক্ষা করছে; যে কারণে তারা সিরিয়া ও ইরাকে মার্কিন ঘাঁটিলক্ষ্য করে হামলা চালাচ্ছে। এনএ/ |