সমুদ্রবন্দরগুলোতে জেটি নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৩ বিকাল
নিউজ ডেস্ক

দেশের সমুদ্রবন্দরগুলোতে জেটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সোমবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জেটি নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়েরও নির্দেশনা দেয়া হয়েছে।
  
এছাড়া বৈঠকে ‘সামুদ্রিক পর্যটন নীতিমালা ২০২৩’-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মাহবুব হোসেন।

এনএ/