জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলন আজ, যোগ দিচ্ছে বাংলাদেশ
প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৩, ১০:৪২ দুপুর
নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের আটলান্টায় শুরু হচ্ছে জাতিসংঘের পাঁচ দিনব্যাপী বিশ্বের সর্ববৃহৎ দুর্নীতিবিরোধী সম্মেলন। সোমবার (১১ ডিসেম্বর) শুরু হতে যাওয়া এই সম্মেলনে বাংলাদেশও অংশ নিচ্ছে।


জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের কমিশনার আসিয়া খাতুনের নেতৃত্বে দেশের একটি প্রতিনিধিদল সম্মেলনে থাকবে।


জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) তত্ত্বাবধানে দুই বছর পর পর সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ২০০৩ সালে সনদ সইয়ের পর থেকে এতে সই করা দেশগুলো কীভাবে দুর্নীতিবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করছে, সেটা মূল্যায়নের জন্যই মূলত এ সম্মেলন। অংশগ্রহণকারী দেশগুলোর দুর্নীতিবিরোধী কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সম্মেলনের আগে প্রতিটি দেশের দুর্নীতি দমন পরিস্থিতি সম্পর্কিত প্রতিবেদন অন্য দুটি দেশ চূড়ান্ত করে এবং তা সম্মেলনের জন্য উপস্থাপন করে। যেমন, এবার সুইজারল্যান্ডের প্রতিবেদনের প্রস্তাবিত খসড়াটি মূল্যায়ন করে তা চূড়ান্ত করেছে বাংলাদেশ ও সুইডেন। তেমনি বাংলাদেশের দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদনটি তাজিকিস্তান ও কমোরোসের চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু সমন্বয়গত জটিলতায় সেটি চূড়ান্ত হয়নি।

এনএ/