এবার গাজায় ছেলের পর ইসরায়েলি মন্ত্রীর ভাগনে নিহত
প্রকাশ:
১০ ডিসেম্বর, ২০২৩, ১২:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক প্রধান ও বর্তমান যুদ্ধকালীন মন্ত্রী গাদি আইজেনকোটের এক ভাগনে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার নিজের ছেলে নিহত হওয়ার পর শনিবার (৯ ডিসেম্বর) ভাগনে নিহত হওয়ার পেলেন এই ইসরায়েলি মন্ত্রী। খবর টাইমস অব ইসরায়েলের। নিহত ওই ইসরায়েলি সেনার নাম মাওর কোহেন আইসেনকোট। তার বয়স ১৯ বছর। তিনি গোলানি ব্রিগেডের দ্বাদশ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি ইসরায়েলি মন্ত্রী গাদি আইজেনকোটের সৎবোন শ্যারন আইজেনকোটের ছেলে।
তার আগে চলতি সপ্তাহের শুরুতে গাদি আইজেনকোটের আরেক ভাগনে গাজার যুদ্ধক্ষেত্রে মর্টার শেলের আঘাতে আহত হয়েছিলেন। বর্তমানে তার অবস্থা মাঝারি ধরনের বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। অক্টোবরের শেষ দিকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। স্থল অভিযান শুরু করার পর থেকে হামাসের সঙ্গে যুদ্ধে মোট ৯৭ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এনএ/ |