গাজায় হামাসের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলে নিহত
প্রকাশ:
০৮ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪২ সকাল
নিউজ ডেস্ক |
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধে তাদের আরও দুই সৈন্য নিহত হয়েছে। নিহতরা হলেন গাল আইজেনকোট এবং জোনাথন ডেভিড ডিচ। আইজেনকোট গাদি আইজেনকোটের ছেলে, যিনি ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী। গাদি আইজেনকোট ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এবং পাঁচ সদস্যবিশিষ্ট ইসরায়েলি মন্ত্রিসভার পর্যবেক্ষক সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। গাজায় ইসরায়েলের বড় ধরনের স্থল আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯০ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি উগ্রপন্থি রাজনীতিবিদ বেনি গানজের সঙ্গে আজ বৃহস্পতিবার আইডিএফের সাউদার্ন কমান্ড সেন্টারে গিয়েছিলেন গাদি আইজেনকোট। সেখানেই ছেলের মৃত্যুর খবর পান তিনি। ইসরায়েলি মন্ত্রীর ছেলে গাদ আইজেনকোট গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পের একটি সুড়ঙ্গের কাছে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে তার মৃত্যু হয়। সূত্র: আল জাজিরা এনএ/ |