বাকি জিম্মিদের মুক্ত করতে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে : হামাস
প্রকাশ: ০৩ ডিসেম্বর, ২০২৩, ১২:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরুরি আল জাজিরাকে বলেছেন, গাজায় হামলা যতদিন অব্যাহত থাকবে ততদিন বন্দী-বন্দী বিনিময় হবে না।

তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে এখন কোনো আলোচনা হবে না। আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এবং একটি বিস্তৃত ও সুনির্দিষ্ট যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত কোনো বন্দী বিনিময় হবে না।

তিনি বলেন, দখলদাররা জোর দিয়ে বলছে যে এখনও নারী ও শিশুদের আটক রাখা হয়েছে। কিন্তু আমরা বলেছি যে আমরা তাদের সবাইকে হস্তান্তর করেছি। গাজার অবশিষ্ট বন্দীরা সৈন্য এবং বেসামরিক পুরুষ যারা দখলদার সেনাবাহিনীতে কাজ করেছেন।

তিনি বলেন, ইহুদিবাদী বন্দীদের মুক্তি দেওয়া হবে না যতক্ষণ না আমাদের সমস্ত বন্দীদের মুক্তি দেওয়া হয় এবং যুদ্ধবিরতি কার্যকর করা হয়। স্থল যুদ্ধ, বিমান বা অন্যান্য যে কোনো ইসরায়েলি সামরিক পরিস্থিতির জন্য প্রতিরোধ প্রস্তুত রয়েছে।

কেএল/