বিস্ফোরণে কাঁপল বিশ্ববিদ্যালয়, নিহত ৩
প্রকাশ: ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৯ সকাল
নিউজ ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এক বিশ্ববিদ্যালয়ের ব্যামাগারে বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন।আরও অনেকে আহত হয়েছেন । স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আজ রবিবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে মিনদানাও স্টেট ইউনিভার্সিটিতে (এমএসইউ) ক্যাথলিকদের জমায়েতে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনার নিন্দা জানিয়েছে মিন্দানাওয়ের গভর্নর। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিবেকহীন এবং জঘন্য সংঘর্ষে গভীরভাবে ব্যথিত এবং শঙ্কিত। 

এতে আরও বলা হয়েছে, সভ্য সমাজে সহিংসতার কোনো স্থান নেই এবং এমএসইউ-এর মতো উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠানে বিশেষভাবে ঘৃণ্য। আমরা খ্রিস্টান সম্প্রদায় এবং এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে সংহতি প্রকাশ করছি। 

তবে কারা এ হামলা চালিয়েছে এবং এ হামলার উদ্দেশ্য কী- তা নিয়ে কিছু বলা হয়নি। 

এমএইচ