ইসরায়েলকে পাল্টা জবাব দিতে হামাসের ড্রোন হামলা
প্রকাশ: ০২ ডিসেম্বর, ২০২৩, ০৯:৩১ সকাল
নিউজ ডেস্ক

শনিবার (২ ডিসেম্বর)গাজায় হামলার জবাব দিতে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে চলে এসব হামলা। খবর রয়টার্সের।

,অজ্ঞাত স্থান থেকে ড্রোন হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সদস্যরা। নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এসব ড্রোন। তবে এসব হামলার সফলতা সম্পর্কে কিছু বলা হয়নি।

এর পাশাপাশি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলাও চালিয়েছে হামাস। যদিও লক্ষ্যবস্তুতে আঘাত হানের আগেই ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম ব্যবহার করে রকেটগুলো ধ্বংস করে দেয়।

 

এমএইচ