২০২৫ সাল নাগাদ যুদ্ধে ইসরাইলের ব্যয় হবে ৫৩ বিলিয়ন ডলার
প্রকাশ:
২৯ নভেম্বর, ২০২৩, ০৮:০৭ রাত
নিউজ ডেস্ক |
হামাস-ইসরায়েলের যুদ্ধ ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত থাকলে, ইসরাইলের খরচ হবে প্রায় ৫৩ বিলিয়ন ডলার। দেশটির কেন্দ্রীয় ব্যাংক এমনটাই পূর্বাভাস দিয়েছে। ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংকের অনুমান, এই অর্থের অর্ধেকেরও বেশি ব্যয় হবে প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয় হিসেবে। পাশাপাশি রাজস্ব কর হারানোরও আশঙ্কা করছে তারা। সোমবার (২৭ নভেম্বর) ব্যাংক অব ইসরাইলের গভর্নর আমির ইয়ারন জানিয়েছেন, নিরাপত্তা ব্যয় বেড়ে যাওয়ার ফলে,বেড়ে যাবে সরকারের ব্যয়। একই সঙ্গে বাড়বে সুদ হার। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, যদিও নীতিনির্ধারকরা আর্থিক এবং মুদ্রবাজার স্থিতিশীল করতে কাজ করছেন, তবুও ২০২৪ সালের শেষ নাগাদ এই যুদ্ধের কারণে ইসরাইলের জিডিপি ৩ শতাংশ হ্রাস পাবে। জেএম/ |