ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৬৮
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৩, ০৭:১৪ বিকাল
নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৮ জন।

আজ বুধবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৫৮৭ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬১৫ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ১৯৩ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ৭৭৫ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৯৭৪ জন ঢাকার এবং ২ হাজার ৬১৩ জন ঢাকার বাইরে।

দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৪ জন। তাদের ১ লাখ ৭ হাজার ৬৯২ জন ঢাকায় এবং ২ লাখ ৩ হাজার ৩২২ জন ঢাকার বাইরে।

কেএল/