ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি নারী
প্রকাশ:
২৯ নভেম্বর, ২০২৩, ০৪:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
ইসরাাইলের কারাগার থেকে ফিলিস্তিনি নাগরিক লামিস মাহের আবু আরকাউব মুক্তি পেয়েছেন মঙ্গলবার রাতে। ২৬ বছর বয়সী এই নারীকে তার দুরা গ্রামবাসী স্বাগত জানান। ২১ দিন আগে তাকে ইসরাইলি বাহিনী আটক করেছিল শত্রু সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং গাজার প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে । ফিরে আসার পর ওই নারীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা ও আপনজন। নিজের চোখের জল মুছে লামিস তার স্বজনদের আশ্বস্ত করেন যে, তিনি ঠিক আছেন। তিনি বলেন, ‘আমি আরও শক্তিশালী হয়ে ফিরেছি। দেখ, আমি মোটেও ভীত নই।’ একই সময়ে লামিসের বাবাকেও গ্রেফতার করেছিল ইসরাইলি বাহিনী। তাকে তারা দুই পায়ে আঘাত করে আহত করে। অবশ্য তাকে অল্প সময় পরই ছেড়ে দেওয়া হয়েছিল। জেএম/ |