পবিত্র রওজা শরিফের প্রবীণ সেবক শায়খ আগার বিদায়
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৩, ০৫:০৮ বিকাল
নিউজ ডেস্ক |
ইহকাল ত্যাগ করলেন পবিত্র মসজিদ-ই-নববী ও পবিত্র রওজা শরিফের আরো একজন প্রবীণ সেবক । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। তাঁর নাম শায়খ আগা আলী বিদায়া।তাঁর মৃত্যু হয় গত রবিবার (২৬ নভেম্বর) মদিনায়। জানাজা অনুষ্ঠিত হয় পবিত্র মসজিদ-ই-নববীতে। এর আগে গত ২০ নভেম্বর আরেকজন প্রবীণ সেবক শায়খ আগা আবদুহু আলি ইদরিস ইন্তেকাল করেছেন। প্রবীণ এই শায়েখের মৃত্যুতে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস নগভীর শোক জানিয়েছেন । শায়খ আস-সুদাইস তাঁর জন্য মহান আল্লাহর কাছে জান্নাতে উঁচু মর্যাদার দোয়া করেন। গত এক সপ্তাহে শায়খ আগা সম্প্রদায়ের দুই সদস্যের মৃত্যুতে এখন কেবলমাত্র একজন প্রবীণ আগা জীবিত রয়েছেন। জানা যায়, ‘আগা’ একটি অনারবি শব্দ। শব্দটি একবচন এবং এর বহুবচন ‘আগাওয়াত’। ফারসি, কুর্দি ও তুর্কি ভাষায় এর ব্যবহার রয়েছে। বাড়ি বা পরিবারের প্রধান কিংবা প্রধান সেবকসহ এর নানা অর্থ রয়েছে। তবে মক্কা ও মদিনায় বিশেষ অর্থে শব্দটি ব্যবহৃত হয়। যাঁরা পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর সুরক্ষাসেবায় নিযুক্ত থাকেন তাঁদের আগা বলা হয়।
১৩৪৬ হিজরিতে সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ আগাদের নিজ নিজ দায়িত্বে বহাল রাখেন। হাজরে আসওয়াদ, রুকন, মাকামে ইবরাহিমে সুগন্ধি লাগানো, পবিত্র কাবাঘর ধোয়া, পবিত্র রওজা শরিফ পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন দায়িত্ব তাঁরা পালন করেন। ১৯৭৮ সালে মোতাবেক ১৩৯৯ হিজরিতে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ বিন বাজ (রহ.) তাদের আগমন বন্ধ করতে বাদশাহ ফাহাদকে চিঠি লিখেন। কারণ হিসেবে বলা হয়, হাবশার অনেক পরিবারের মধ্যে সন্তানদের নপুংসক করার প্রচলন রয়েছে। সন্তানদের তারা মদিনায় কাজের জন্য পাঠাত। মানুষের মর্যাদার পরিপন্থী হওয়ায় ইসলামে এ ধরনের কাজ নিষিদ্ধ। এক সময় তাদের সংখ্যা শতাধিক হলেও এবং বর্তমানে মাত্র দুই জন আগা জীবিত আছেন। ভবিষ্যতে তাদের সব দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে পালন করা হবে। জেএম/ |