যুদ্ধবিরতির তৃতীয় দিনে ১৭ জিম্মিকে মুক্তি দিল হামাস, ছাড়া পেলো ৩৯ ফিলিস্তিনি
প্রকাশ:
২৭ নভেম্বর, ২০২৩, ০৯:৩২ সকাল
নিউজ ডেস্ক |
যুদ্ধবিরতির তৃতীয় দিনে ১৭ জিম্মিকে মুক্তি দিল হামাস, ছাড়া পেলো ৩৯ ফিলিস্তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিশুটির মুক্তির তথ্য নিশ্চিত করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেছেন, আমরা চাই যুদ্ধবিরতি অব্যাহত থাকুক। চারদিনের যুদ্ধবিরতি আজ সোমবার শেষ হওয়ার কথা। গতকালই ৩৯ ফিলিস্তিনিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের কারাগার কর্তৃপক্ষ গতকাল এই তথ্য নিশ্চিত করে। হামাস রেডক্রসের কাছে ১৩ ইসরায়েলিকে হস্তান্তরের পরই তাদের মুক্তি দেওয়া হয়।
এর আগে গত শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ২৪ জিম্মিকে মুক্তি দেয় হামাস। এদের মধ্যে ১৩ জন ইসরায়েলি নারী ও শিশু, ১০ জন থাই ও একজন ফিলিপিনো নাগরিক ছিলেন। বিনিময়ে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। দ্বিতীয় দিন শনিবার ১৩ ইসরায়েলি ও ৪ থাই জিম্মিসহ মোট ১৭ জনকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে এদিনও ৩৯ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সমঝোতা অনুসারে, চার দিনের যুদ্ধবিরতিতে মোট ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। পশ্চিম তীরে আট জনকে হত্যা- হামাসের সঙ্গে চার দিনের যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে ২৪ ঘণ্টার মধ্যে আট ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। রবিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির তৃতীয় দিনে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ২৪ ঘণ্টায় পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হাতে অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান অব্যাহত ছিল। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, জেনিনে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে। আরেক ফিলিস্তিনি নিহত হয়েছেন নাবলুসের দক্ষিণে ইয়াতমা গ্রামে। ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৫২টি শিশু রয়েছে। গতকাল গাজার মধ্যাঞ্চলে মাঘাজি শরণার্থী শিবিরে এক কৃষককে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সুত্র: আলজাজিরা ও বিবিসি এনএ/ |