মৌলবাদীদের নির্বাচনে দেখতে চান না শাহরিয়ার কবির
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৩, ০৮:১৬ রাত
নিউজ ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলবাদীদের দেখতে চান না বিতর্কিত লেখক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

বুধবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সম্প্রীতির বাংলাদেশ, সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ প্রোগ্রামে তিনি একথা জানান।

শাহরিয়ার কবির বলেন, নির্বাচন ঘনিয়ে এলেই সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়। ২০০১ সালের পুনরাবৃত্তি আমরা চাই না। কোনো অজুহাতে যেন মৌলবাদীরা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দিতার সুযোগ না পায়, তার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। যারা পাকিস্তান বানাতে চায়, আমরা তাদের পাকিস্তান পাঠাবো।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে।

কেএল/