মাদরাসা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিবে শিল্প মন্ত্রণালয়ের ‘বিসিক’
প্রকাশ:
১৯ নভেম্বর, ২০২৩, ০৪:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
হাসান আল মাহমুদ মাদরাসা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিতে ইচ্ছা প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। বিসিকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মিরপুর শাখার কেন্দ্র প্রধান মোঃ মাসুদ রানা এমন আগ্রহের কথা জানান আওয়ার ইসলামকে। তিনি বলেন, ‘মাদরাসায় পড়ে সবাইতো আর আলেম হতে পারে না, সবার মেধাও সব বিষয়ে কাজ করে না। এমনও হয়, কিছু ছাত্র তার নির্দিষ্ট ক্লাস পৌঁছানোর আগেই ঝরে পড়ে। আমরা চাচ্ছি বিশেষভাবে এই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে দেশের সম্পদে পরিণত করতে।’ তিনি বলেন, ‘ঝরে পড়া এই শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা নিতে পারলে তাদের জন্য সরকারি সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে দেশ-বিদেশে যে কোনো স্থানে তারা নিজেদের দক্ষতায় সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারবেন। এতে করে, লাইফে অর্থনৈতিক বিষয় নিয়ে তাদের দুশ্চিন্তা করতে হবে না। জীবনে চলার জন্য ভালো অর্থের জোগান ঘটবে এই কারিগরি শিক্ষা অর্জন করতে পারলে, ইনশাআল্লাহ।’ এই সময় তিনি মাদরাসা শিক্ষার্থীরা কী কী বিষয়ে কারিগরি শিক্ষা নিতে পারবে তার বিবরণ তুলে ধরেন আওয়ার ইসলামের কাছে। ★রিপেয়ারিং ইলেকট্রনিক্স গুডস (৬ মাস)। ★ রেফ্রিজারেশন এ্যান্ড এয়ার কন্ডিশন রিপেয়ারিং (৬ মাস)। ★ ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং এন্ড মটর রিওয়্যাইন্ডিং ( ৬ মাস)। এছাড়া, ★ কম্পিউটার অফিস এ্যাপলিকেশন এন্ড হার্ডওয়্যার মেন্টেনেন্স (৬ মাস) ও ★ কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন (৬ মাস) প্রশিক্ষণেও অংশ নিতে পারবেন বলে জানান বিসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের মিরপুর শাখার এই কর্মকর্তা। প্রশিক্ষণে অংশ নিতে কী কী লাগবে? এ বিষয়ে তিনি জানান, 'অফিসের নির্ধারিত ফরমে আবেদন ফরম, সরকার নির্ধারিত নামে মাত্র কোর্স ফি ও এক কপি ছবি লাগবে।' সার্বিক যোগাযোগ : দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, বিসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্স ভবন, কক্ষ নং- ৪০৩ (উত্তর) ৬ষ্ঠ তলা, মিরপুর-১১ বাস ষ্টান্ড সংলগ্ন, ঢাকা-১২১৬। 01721-517100 কেএল/ |