নকল মধু চেনার সহজ ৫ উপায়
প্রকাশ:
১৩ নভেম্বর, ২০২৩, ০৮:১৪ রাত
নিউজ ডেস্ক |
গরম থেকে শীত পড়া শুরু করলেই নানা রোগে আক্রান্ত হয় মানুষ। আবহাওয়া পরিবর্তনের এ সময়ে ঠাণ্ডা কিংবা কাশি নিত্য-নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়ায়। তবে এ সময়ে প্রকৃতির আশীর্বাদ হিসেবে আসে মধু। এ সময়ে প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে ঠাণ্ডা ও কাশির সমস্যা কমে যায়। নকল মধুগুলোতে বেশি লাভের জন্য চিনির সিরাপ মেশানো হয়। উপকারের আশায় নকল মধু খেয়ে, উপকার তো পাই-ই না, বরং ক্ষতি হয় আমাদের। তাহলে মধু চেনার উপায়! জেনে নিন: নকল মধু • নকল মধুতে ফেনা হয় আর খাঁটি হলে মধুতে প্রায় ৪৫টিও বেশি খাদ্য উপাদান থাকে। তবে এতে সাধারণত কোনো চর্বি ও প্রোটিন নেই। প্রতি ১০০ গ্রাম মধু থেকে আমরা ৩০৪ ক্যালরি পাই। এছাড়াও কেএল/ |