আরব নেতাদের বার্তা যুদ্ধ এখনই বন্ধ করতে হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৩, ১০:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, তিনি বিশ্বাস করেন, গাজার জনগণ যে ‘উচ্চ প্রত্যাশা’ রেখেছিল আরব নেতারা তা পূরণ করেছেন। শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওআইসি ও আরব বিশ্বের দেশগুলোর সম্মেলন অনুুষ্ঠিত হয়। এই সম্মেলনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্বের ৫৭ দেশের শীর্ষ সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব বিশ্বের দেশগুলো। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব ও মুসলিম নেতারা প্রস্তাব গ্রহণ করেছেন। তারা ‘কার্যকর সিদ্ধান্ত’ নিয়েছেন এবং গাজায় অবরোধ ভাঙতে এবং উপত্যকায় খুব প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন। |