হামাসের হামলায় নিহতের সংখ্যা কমালো ইসরায়েল
প্রকাশ:
১১ নভেম্বর, ২০২৩, ০৯:৫৩ সকাল
নিউজ ডেস্ক |
গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধারা। এ ঘটনায় বেসামরিক, সেনা সদস্য ও বিদেশি নাগরিকসহ মোট এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিল বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে সেই তালিকা সংশোধন করেছে দেশটি। নিহতের কমিয়ে এবার এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেছেন, সংশোধিত নিহতের সংখ্যার কারণ হলো হামলার পর তাৎক্ষণিকভাবে অনেক মৃতদেহ শনাক্ত করা যায়নি। এখন আমরা মনে করছি সেগুলো হামলাকারী হামাস যোদ্ধাদের, নিহত ইসরায়েলিদের নয়।” এদিকে, হামাস যোদ্ধারা সেদিন শিশুসহ ২৪০ জনকে বন্দি করে নিয়ে গেছে বলেও জানিয়েছেন লিওর হায়াত। সূত্র: রয়টার্স, আল জাজিরা, বিবিসি, টাইমস অব ইসরায়েল |