ধর্ম মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
প্রকাশ:
০৭ নভেম্বর, ২০২৩, ০৬:০৬ বিকাল
নিউজ ডেস্ক |
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়টিতে দু'টি পদে মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
যোগ্যতা: স্নাতক সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ফ্যাক্স চালনায় দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা। পদের নাম: অফিস সহায়ক। পদসংখ্যা ও গ্রেড: ৫টি (গ্রেড-২০)। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। আবেদন: প্রার্থীরা ফরম পূরণ ও বিস্তারিত জানতে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভিজিট করুন। আবেদন ফি: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, অফিস সহায়ক পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। আবেদনের সময়: ২৫ নভেম্বর ২০২৩ পর্যন্ত। এনএ/ |