আবারো ইসরায়েলের ১ ট্যাংক ও ৪ সামরিক যান ধ্বংস করল হামাস
প্রকাশ:
০৭ নভেম্বর, ২০২৩, ০৯:২১ সকাল
নিউজ ডেস্ক |
ফিলিস্তিনের ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড ইসরায়েলের আরো একটি ট্যাঙ্ক ও চারটি সামরিক যান ধ্বংস করেছে। হামাসের এই সামরিক শাখা সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। স্বাধীনতাকামী গোষ্ঠীটি জানিয়েছে, গাজার ‘আশ-শাতি’ শরণার্থী শিবির ও ‘আশ-শেইখ রেজোয়ান’ এলাকার আশেপাশে চার সাজোয়া যানকে ধ্বংস করা হয়। এগুলো ধ্বংস করতে ‘ইয়াসিন-১০৫’ রকেট ব্যবহার করা হয়েছে। এছাড়া, দক্ষিণ গাজায় ইসরায়েলের একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতেও ‘ইয়াসিন-১০৫’ ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। গাজায় গত ৩১ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এছাড়া সেখানে এখন স্থল অভিযান চালাচ্ছে তারা। তাদের বিমান হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এনএ/ |